|
---|
মালদহ, ১৫ জুন ঃ পরিবেশ রক্ষা ও বিশ্ব উষ্ণায়ন রুখতে যৌথভাবে রাস্তায় নামল পশ্চিমবঙ্গ রাজ্য বিজ্ঞান মঞ্চের মালদা জেলা শাখা ও মালদা মুসলিম ইনস্টিটিউট। শনিবার সকাল ৬.৩০টায় পরিবেশ রক্ষার আবেদন জানিয়ে একটি পদযাত্রা বের হয় মালদা টাউন হলের সামনে থেকে। বিজ্ঞান মঞ্চের কর্মকর্তারা ছাড়াও মুসলিম ইনস্টিটিউটের কর্তা ব্যক্তিরা ওই পদযাত্রায় অংশ নেন। মালদা শঘরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও সুসজ্জিত ওই শোভাযাত্রায় অংশ নিয়েছিল। বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে পরিবেশ দূষণ রুখতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
এদিন সন্ধ্যায় বিজ্ঞান মঞ্চের নিজস্ব ভবনে পরিবেশ দিবস সম্পর্কিত একটি আলোচনাচক্রের আয়োজন করা হয়েছিল। সংগঠনের পক্ষ থেকে অধ্যাপক সত্য চৌধুরি বলেন, ৫ জুন সারা বিশবে একই সঙ্গে পরিবেশ দিবস পালিত হয়। কিন্তু সেই সময় মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব চলছিল। তাছাড়াও সব বিদ্যালয় ও মাদ্রাসাগুলিতে গরমের ছুটি ছিল। তাই ওই দিন বিশেষ কোনও কর্মসূচী আমরা নিতে পারিনি। কিন্তু প্রায় এক মাস ব্যাপী আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের নিয়ে পরিবেশ সচেতনতা সম্পর্কিত বেশ কিছু প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। সেই প্রতিযোগিতাগুলির সফল ছাত্রছাত্রীদের আজ পুরস্কৃত করা হল।
মুসলিম ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়, আগামী প্রজন্মের স্বার্থেই আমাদের পৃথিবীকে যথা সম্ভব দূষণের হাত থেকে রক্ষা করতে হবে। বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে যে শুভ উদ্যোগ নেওয়া হয়েছে মুসলিম ইনস্টিটিউট তাকে সর্বান্তকরণে সমর্থন করে। সেই জন্যই সুস্থ জীবনের স্বার্থে ও দূষণহীন পরিবেশ নিশ্চিত করতে এই অনুষ্ঠান।