|
---|
সেখ আব্দুল আজিম,হুগলী : ফুরফুরা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহর প্রতিষ্ঠিত ২১ ২২, ২৩ শে ফাল্গুন ঈসালে সওয়াব। ঈসালে সওয়াবে কেন্দ্র করে প্রতিদিন প্রায় লক্ষাধিক মানুষ ফুরফুরা শরীফে আসেন। দাদা হুজুরের মাজার জিয়ারত ও অন্যান্য পীর সাহেবদের মাজার জিয়ারত এছাড়াও বাদ মাগরিব জিকির মজলিস ও সারা রাত্রি ব্যাপি ইসলাম ধর্মীয় বিষয়ে হাদিস কোরআনের তরজমা হয় অন্যান্য দরবার শরীফে। উল্লেখ্য প্রতিবছরই লক্ষ লক্ষ মেহমানদের আগমনে পীর সাহেবগণের খেদমত অব্যাহত রয়েছে আজও। পীরজাদা ত্বহা সিদ্দিকীর দরবার শরীফ নতুন বাড়িতে দেখা গেল মেহমানদের খেদমত। পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে বিনা পয়সায় বিভিন্ন রোগের প্রাথমিক চিকিৎসা করা হয় এছাড়াও বিনা পয়সায় ওষুধ দেওয়া হয়।