|
---|
নবাব মল্লিক,রায়দিঘী :
আগামী ৩রা ফেব্রুয়ারি সিপিআইএম এর ব্রিগেড সমাবেশকে লক্ষ্য রেখে সারা রাজ্য জুড়ে চলছে সিপিআইএম এর প্রচার সভা।এমনই এক প্রচারসভা আয়োজিত হল দক্ষিণ ২৪ পরগণার রায়দিঘী থানার অন্তর্গত কাশীনগর বাজারের মধ্যে।এই পথসভায় উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা কমিটির সদস্য মোহিত ভট্টাচার্য , এছাড়াও ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সিপিআইএমএর এরিয়া কমিটির সেক্রেটারি বিমল ভান্ডারী ও প্রাক্তন জেলা পরিষদের সদস্য বীনা দি। এছাড়াও ছিলেন সিপিআইএম এর অনেক প্রবীন নেতা নেত্রীগন ।
পথাসভাটি মূলত সিপিআইএম এর ব্রিগেড সমাবেশ কে ঘিরে জনসংযোগ বাড়ানোর জন্য হলেও লোকসভা ভোটের আগে সমর্থকদের চাঙ্গা করার প্রয়াস ও বলা চলে। অনুষ্ঠানে বক্তারা কেন্দ্র ও রাজ্য উভয়ের বিরুদ্ধে একযোগে আক্রমণ করেন। পথসভা থেকে তৃণমূলের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ ও তোলেন তাঁরা।