বিবাহ বার্ষিকীর দিনটাকে অন্য ভাবে উদযাপন করল মুরার‌ইয়ের দম্পতি

নিজস্ব সংবাদদাতা ,বীরভূম

    কোন জাঁকজমকপূর্ণভাবে নয় বা কোন দামি রেস্টুরেন্টে গিয়ে বা বাড়িতে সম্মানীয় অতিথিদের নিয়ে বিবাহ বার্ষিকী দিনটাকে উদযাপন করল না মুরার‌ইয়ের আবিদা সুলতানা। দ্বিতীয় বিবাহ বার্ষিকীর দিনটার ছোট্ট ছোট্ট আনন্দ গুলোকে ভাগ করে নিলেন দুস্থ ও অনাথ বাচ্চাদের সাথে। আবিদা সুলতানার স্বামী গোলাম রসূল বাবুর কথায় আমার স্ত্রী চেয়েছিল অন্তত একটা দিন সেই বাচ্চা গুলোকে নিয়ে হৈ হুল্লোড় করে কোথাও ঘুরতে যেতে ও তাদের নিয়ে একটা ছোট্ট পিকনিক করতে। কথাটা শুনে আমিও কিছুটা আবেগঘন হয়ে যায়। তারপর মোট 72 জন দুস্থ ও অনাথ বাচ্চাদের নিয়ে মহেশপুরের রোরগ্রামে একটা ছোট্ট বনভোজনের আয়োজন করি। আমার কাছে ও আমার স্ত্রী আবিদা সুলতানার কাছে সব থেকে বড় পাওয়া ছিল বাচ্চাগুলোর সারাদিনের দুষ্টুমি। ওদের সেই দুষ্টুমিগুলো আমাকেও নিয়ে গেছিল সেই আমার ফেলে আসা দিনগুলো তে। এই দিনটি আমার জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত হয়ে থেকে যাবে। গোলাম রসুল বাবু ও আবিদা সুলতানার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন বহু চিন্তাধারা সম্পন্ন মানুষ।