ভয়াবহ আগুন মেমারির চোটখণ্ডে। আগুনে ভস্মীভূত মোবাইলের দোকান।

নূর আহামেদ, মেমারি : মেমারি, ২৩ জানুয়ারি এদিন 22 শে জানুয়ারি রাত্রি আনুমানিক সাড়ে ১১ নাগাদ মেমারির চোটখণ্ড ঝাপানতলা য় স্টেট ব‍্যাঙ্কের পাশে তারা মা জেরক্স এণ্ড মোবাইল কমিউনিকেশন নামে একটি জেরক্স ও মোবাইলের দোকানে আগুন লাগার ঘটনা ঘটে। এদিন রাতে স্টেট ব‍্যাঙ্কে বাইরে ডিউটি করছিলেন সিভিক ভলেন্টিয়াররা। দোকানের ভীতর থেকে ধোঁয়া বের হতে তাদেরই প্রথম নজরে আসে এবং বোঝা যায় দোকানে আগুন লেগেছে। এবং সঙ্গে সঙ্গেই তারা মেমারি থানায় এবং মেমারির অগ্নি নির্বাপক কেন্দ্রে খবর দেয়, খবর দেওয়া হয় দোকানের মালিক লক্ষণ মোহন্তকেও।খবর পাওয়া মাত্রই দোকানে আসেন দোকানের মালিক লক্ষণ মোহন্ত এবং আগুন লাগার খবর ছড়িয়ে পরতেই দোকানের সামনে স্থানীয়দের ভীড় জমে যায়।দোকানের সাটার বন্ধ থাকায় দোকান মালিক ও স্থানীয়রা কিভাবে আগুন নেভাবেন বুঝে উঠতে পারেন না। তবুও আগুন নেভানোর চেষ্টা করা হয়।আগুন লাগার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে হাজির হয় মেমারি থানার পুলিশ ও দমকল,এরপর দমকল আধিকারিক ও দমকল কর্মিদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।দোকানের ভীতর জেরক্সের মেশিন,পিণ্টার মেশিনের পাশাপাশি একাধিক নামিদামী কোম্পানির মোবাইল, টিভি, অন‍্যান‍্য ইলেক্ট্রনিকের দ্রবসামগ্রী ও মোবাইল অ‍্যাসোসারিজ সহ বিভিন্ন কসমেটিকস দ্রব‍্য,ইমেটেশন জুয়েলারির দ্রবসামগ্রী রাখা ছিল। এছাড়া এই দোকানে নামিদামী কোম্পানির জুতো ও বিক্রি করা হতো।তাই জুতোও মজুত ছিল। এবং দোকানের ফার্ণিচার সহ আগুনে প্রায় সবটাই শেষ হয়ে গেছে এবং দোকানের ব‍্যাবহৃত একটি ল‍্যাপটপও আগুনে ক্ষতিগ্রস্ত, সব মিলিয়ে প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান দোকানের মালিক লক্ষণ মোহন্ত।

    ব‍্যাঙ্ক থেকে ঋণ নিয়ে ব‍্যাবসাটিকে ভালো জায়গাই দাঁড় করিয়েছিলেন, এমন ঘটনার পর কি করে আবার ব‍্যাবসা করবেন,কি করেই বা ব‍্যাঙ্কের ঋণ পরিশোধ করবেন তা ভেবেই কুলকিনারা পাচ্ছেন না দোকান মালিক লক্ষণ মোহন্ত।