|
---|
নিজস্ব সংবাদদাতা,নতুন গতি: হুগলির ব্যান্ডেলের কেওটা কুলতলায় ঠাকুমাকে কুপিয়ে খুনের পর ফেসবুকে লাইভ করল নাতি। অভিযোগ, গতকাল রাতে ঠাকুমা ও বাবা-মাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে শ্রীরামপুর কলেজের প্রাক্তনী ইন্দ্রনীল রায়। বাবা-মা পালিয়ে গেলেও, মেঝেতে পড়ে যান ঠাকুমা। ধারাল অস্ত্রের কোপে মৃত্যু হয় বছর সত্তরের ভারতী রায়ের। ঘটনাস্থলে গেলে পুলিশকে ধারালো অস্ত্র নিয়ে তাড়া করে ওই যুবক। পুলিশের দাবি, ঠাকুমার দেহ উদ্ধারের পর ফেসবুকে লাইভে খুনের কথা স্বীকার করে অভিযুক্ত। সকালে ছাদের দরজা ভেঙে ভেতরে ঢুকে অভিযুক্তকে উদ্ধার করেন দমকল কর্মীরা। পরে তাঁকে আটক করা হয়। পুলিশ সূত্রে খবর, মাদকাসক্ত ছিলেন বছর সাতাশের ইন্দ্রনীল। গতকাল অতিরিক্ত মাদক নেন ওই যুবক। সেই কারণেই এই ঘটনা কিনা, খতিয়ে দেখছে চুঁচুড়া থানার পুলিশ।