|
---|
বিশেষ সংবাদদাতা , নতুনগতি , বীরভূম : খয়রাশোল থানার গেটের পাশে ( লোকপুর — খয়রাশোল রোডে ) অনেকটাই অবহেলায় অনাদরে পড়ে রয়েছে বিদ্যাসাগরের মতো মনীষীর মূর্তি৷ পাশে আবর্জনাও চোখে পড়ছে ৷এমন ঘটনায় শিক্ষা ও সংস্কৃতিপ্রেমী মানুষদের একাংশ এবং বিদ্যাসাগর অনুরাগীরা অনেকখানি ক্ষুব্ধ৷ তাঁদের বক্তব্য, অবিলম্বে ওই জায়গাটি পরিস্কার ও আবর্জনা মুক্ত করা হোক৷ মূর্তিটির প্রতি যত্ন নেওয়াও দরকার৷ সেই সাথে ওই চত্বরটি আরও আকর্ষণীয় করে তোলা দরকার বলে মনে করছেন অনেকে৷ এবিষয়ে তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ও খয়রাশোল এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষদের দৃষ্টি আকর্ষণ করছেন৷