|
---|
আজিম শেখ, নতুন গতি। ক্লাস শুরুর পরেই ভেঙে পড়ল ক্লাসরুমের সিলিং এর চাঙড় ঘটনায় গুরুতর আহত প্রথম শ্রেনীর চার ছাত্র। তিনজনের মাথায় আঘাত লাগে, এক শিশুর কোমরে। ক্লাস চলাকালীন এই দুর্ঘটনায় দিশেহারা অন্যান্য শিশুরাও, খুদেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। সোমবার এমন বিপজ্জনক ঘটনা ঘটল মুর্শিদাবাদের হরিহরপাড়ার বাড়ুইপাড়া এলাকার ১২ নম্বর খিদিরপুর প্রাথমিক বিদ্যালয়ে। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় মানুষজন, অভিভাবকরা ছুটে আসেন স্কুলে। শিশুদের উদ্ধার করা হয়। স্কুল জুড়েই হইচই পরে যায়। কার্যত আতঙ্কিত খুদে পড়ুয়ারা। মাথায় আঘাত নিয়ে হতবাক আহত শিশু। খবর পেয়ে তড়িঘড়ি স্কুলে আসেন ব্লক পুলিশ প্রশাসনিক কর্তা থেকে ব্লক স্বাস্থ্য আধিকারিকেরা। ঘুরে দেখা হয় গোটা স্কুল।প্রাথমিক স্কুলের এমন বেহাল দশায় কেন কোন নজর দেওয়া হয় নি। স্কুল পরিদর্শনের পর বললেন বিডিও বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেল খুদে পড়ুয়ারা। l স্কুলের প্রধান শিক্ষক জানান, এই ধরনের ঘটনা কাম্য নয়।
আহত শিশুদের সাময়িক চিকিৎসার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও এমন দুর্ঘটনায় গাফিলতি কার? সংস্কারের দিকে কেনো কোন নজর দেওয়া হয়নি উঠেছে প্রশ্ন।