বাঁশ বাগানের দখল করার প্রতিবাদ করাতে বৃদ্ধ দম্পতিকে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা

মালদা , ২৭ জুন । বাঁশ বাগানের দখল করার প্রতিবাদ করাতে বৃদ্ধ দম্পতিকে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে । শনিবার সকালে ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার আশরাপুর গ্রামে ।এই ঘটনায় আহত বৃদ্ধ দম্পতিকে স্থানীয় গ্রামবাসীরা উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেছেন। পুরো ঘটনাটি নিয়ে ওই বৃদ্ধ দম্পতি হামলাকারী চঞ্চল মন্ডল , অজিত মন্ডল , বাপন মন্ডল সহ চারজনের বিরুদ্ধে হবিবপুর  থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে,  আহত বৃদ্ধ দম্পতির নাম সোনা মন্ডল (৬০), পারুল মন্ডল (৫৭)।  তাদের বাড়ির সামনে পাচ বিঘার একটি বাঁশ বাগান রয়েছে।  গত ৭ বছর আগে ৩৫ হাজার টাকার বিনিময় প্রতিবেশী চঞ্চল মন্ডলকে ওই বাঁশবাগানের হাফ কাঠা জমি বিক্রি করেছিলেন বৃদ্ধ সোনা মন্ডল । আর তারপর থেকেই ধীরে ধীরে সেই জমি দখল করে যাচ্ছিল অভিযুক্ত চঞ্চল মন্ডল ও তার দলবল।

    পুলিশকে অভিযোগে আক্রান্ত বৃদ্ধ দম্পতি জানিয়েছেন , তাদের বাঁশ বাগানের সম্পূর্ণ জমিটি দখলের পরিকল্পনা করে বেরা দেওয়ার কাজ শুরু করেছিল চঞ্চল মন্ডল ও তার দলবল । এই নিয়ে প্রতিবাদ করা হয় । আর তারই জেরে লোহার ধারালো অস্ত্র দিয়ে আমাদের উপর হামলা চালায়। তাদের পিটিয়ে ও কুপিয়ে খুনের চেষ্টা করা হয়েছে। গুরুতর জখম অবস্থায় গ্রামবাসীরা তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেছেন।  এই ঘটনার ব্যাপারে হামলাকারী চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে।

    পুলিশ জানিয়েছে,  ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক । তাদের বাড়ির দুই সদস্যকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

    ছবি ——- আহত বৃদ্ধ দম্পতি চিকিৎসাধীন মালদা মেডিক্যাল কলেজে।