প্রকাশ পেল কবি সূর্যতনয় অধিকারী-র নতুন অ্যালবাম “অ-বলা”

বিশেষ প্রতিবেদন: “কবিতা এবং” (তারকেশ্বর, হুগলি)-র আয়োজনে ২২শে জুন ২০১৯ অবনীন্দ্র সভাঘরে (নন্দন চত্বর, কলকাতা) অনুষ্ঠিত হল “অ-বলা” কথা ও কবিতা নিয়ে এক আবৃত্তি সন্ধ্যা।

    এই অনুষ্ঠানের মধ্য দিয়েই শুভমুক্তি পায় “Kristi Creation” নিবেদিত কবি সূর্যতনয় অধিকারীর-র আবৃত্তির অ্যালবাম সিডি “অ-বলা“। কবি সূর্যতনয় অধিকারী পেশায় শিক্ষক। তার কবিতা গুলিতে নারীর অবলা বিভিন্ন সমস্যার কথার পাশাপাশি বেকারত্ব, প্রেম, বিরহ, ও দেশপ্রেম প্রকাশিত হয়েছে।

    এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট জনপ্রিয় অভিনেতা বিশ্বজিত চক্রবর্তী, বিশিষ্ট অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব শ্রীপ্রবীর দত্ত, বেতার দূরদর্শন খ্যাত বিশিষ্ট বাচিক শিল্পী সতীনাথ মুখোপাধ্যায় ও এ প্রজন্মের কবি সূর্যতনয় অধিকারী। এই অ্যালবামের কবিতা গুলো মিলবে বিভিন্ন অনলাইন মিউজিক প্ল্যাটফর্মে এবং এর পাশাপাশি মোবাইল কলার টিউনেও পাওয়া যাবে। এছাড়াও ভারতবর্ষের যে কোন প্রান্ত থেকে অনলাইন মাধ্যমে অর্ডার করে বাড়িতে বসেই মিলবে এই আবৃত্তির সিডি।

    অনুষ্ঠানটিতে আবৃত্তির অ্যালবাম “অবলা” উদ্বোধন করে “Kristi Creation” এর কর্নধার শ্বেতা গুপ্তা বলেন, প্রীতি পন্ডিতের কন্ঠে এই এলবামের প্রতিটি কবিতা কবিতা প্রেমী সবার মন জয় করবেই করবে।

    অনুষ্ঠানের শুরুতে “কবিতা এবং”-এর ছাত্র-ছাত্রীদের পাশাপাশি জনপ্রিয় অভিনেতা বিশ্বজিত চক্রবর্তী, বিশিষ্ট অভিনেতা তথা নাট্যব্যক্তিত্ব প্রবীর দত্ত এবং জনপ্রিয় বেতার ও দূরদর্শন শিল্পী সতীনাথ মুখোপাধ্যায় আবৃত্তি পরিবেশন করেন।