|
---|
নবাব মল্লিক, রায়দিঘী: রবিবার সন্ধ্যা সাতটার সময় মথুরাপুরের লালপুর এর কাছে এক ইমারতি দ্রব্যের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় কয়েকজন দুষ্কৃতীরা। পালানোর সময় নিজেদের বোমার আঘাতে মৃত্যু হয় দুই দুষ্কৃতী। এই ঘটনায় গতকাল রাত থেকে গ্রামের তল্লাশি চালিয়ে মোট ৭ জনকে গ্রেপ্তার করে মথুরাপুর থানা পুলিশ।
গতকালকের ব্যবসায়ীর উপর গুলি চালানোর ঘটনায় সাত জনকে গ্রেপ্তার করেছে মথুরাপুর থানার পুলিশ। এদের মধ্যে ২ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে।এবং 5 জনের বিরুদ্ধে ১৫১ সিআরপিসি তে মামলা রুজু করেছে মথুরাপুর থানার পুলিশ। আজ সোমবার তোদেরকে ডায়মন্ডহারবার মহকুমা আদালতে তোলা হয়েছে।
আজ সকালে মথুরাপুর থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করে স্থানীয় গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলির ঘটনায় এই ৭ জন জড়িত নয় পাশাপাশি এই ৭ জনকে অবিলম্বে মুক্তি দিতে হবে।গ্রামের মহিলাদের আরো অভিযোগ যে তল্লাশির নামে বাড়িতে ঢুকে মহিলাদের উপর মারধর এবং লাঠিচার্জের অভিযোগে পুলিশের বিরুদ্ধে। এই ঘটনায় এখনো পর্যন্ত মূল অভিযুক্ত অধরা।