|
---|
সেখ সামসুদ্দিন : মেমারি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুসূদন ভট্টাচার্য্য সকালে গন্তার অঞ্চল দিয়ে সাতগাছিয়া ২ এ সভা করেন। পরে দলুইবাজার ১ অঞ্চলের উলোরাতে তপশিলী জাতি উপজাতিদের ভোজসভায় অংশগ্রহণ করেন। বিকালে বড়র গ্রামে প্রায় আড়াই হাজার মানুষের মিছিলে পা মেলান গ্রামবাসীদের সঙ্গে পরিচিত হন। তারপর দুর্গাপুর অঞ্চলের ইলামডাঙ্গা মোড়ে একটি পথসভায় অংশগ্রহণ করেন। পথসভায় উপস্থিত ছিলেন মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, কর্মাধ্যক্ষ আব্দুল হালিম, দুর্গাপুর অঞ্চলের প্রধান শিখা রায়, উপপ্রধান নেতাই ঘোষ, সেখ সাহিন সহ সদস্যবৃন্দ, যুব সভাপতি জিতেন্দ্র সিং, সংখ্যা লঘু শহর সভাপতি ফারুক আব্দুল্লা, হিন্দি বক্তা সন্তোষ সাউ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মধুসূদনবাবু বলেন নির্বচনের পর অগ্রাধিকারের ভিত্তিতে হাসপাতাল, ফ্লাইওভার, বৈদ্যুতিন চুল্লী সহ কিছু বিষয় দেখা হবে।