|
---|
নিজস্ব প্রতিবেদক: কেশপুর বিধানসভার তৃণমূল প্রার্থী শিউলি সাহার প্রচারে এগিয়ে এলো স্বেচ্ছাসেবী সংস্থা মুগবসান মুক্ত মঞ্চ। কেশপুরের পুরুনবেরিয়া গ্রামে বৃহস্পতিবার মুক্ত মঞ্চের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী শিউলি সাহাকে জয়ী করার আহ্বান জানান। স্বেচ্ছাসেবী সংস্থা রাজনৈতিক দলের হয়ে কেন প্রচার করছে তার উত্তরে সংস্থার সম্পাদক চৌধুরী আবুল কালাম আজাদ বলেন, মনে পড়ে সেদিনের কথা? কেউ ছিল না এত বহিরাগত নেতারা। তাদের টিক্কিও খুজে পাওয়া যাই নি সেদিন। লকডাউনেও এই ৬৫ বছরের মহিলাটি ছিল আমাদের পাশে। হ্যাঁ, এটাই মমতা ব্যানার্জি, যার কোনো বিকল্প সেদিনও ছিল না, আজও নেই আর ভবিষ্যতেও পাওয়া যাবে না। তাই মানুষটা এতদিন দিয়েছে , এবার আমাদের পালা তাকে ভালোবেসে তৃতীয় বারের জন্য নীলবাড়ির দরজায় পৌছে দেওয়া!