কেশপুরে দুঃস্থ পরিবারের হাতে ত্রাণ পৌঁছে দিলেন কেশপুর প্রশাসন

কেশপুরে দুঃস্থ পরিবারের হাতে ত্রাণ পৌঁছে দিলেন কেশপুর প্রশাসন

    নতুন গতি ওয়েব ডেস্ক:

    রবিবার থেকে শুরু হয়েছে সারা দেশে লকডাউন। কয়েক ঘণ্টা শিথিল থাকার পর সোমবার বিকেল থেকে পশ্চিমবঙ্গের সঙ্গে সারা দেশে লকডাউন শুরু হয়েছে। যারা দিন আনে দিন খায় লকডাউনের ফলে তাদের অবস্থা সঙ্কটজনক। দিন মজুরির কাজ বন্ধ। ফলে তাদের দিনে একমুঠো খাবারও জুঠছে না। এই পরিস্থিতিতে কেশপুরের মাজুরহাটি গ্রামে তাদের ত্রাতা হিসেবে পৌঁছে গেলেন কেশপুর থানার ওসি ও কেশপুরের বিডিও। মাজুরহাটি গ্রামের কিছু ডোম পরিবার আছে। শুক্রবার সকালে
    তারা তাদের হাতে তুলে দিলেন নিত্যদিনের বিশেষ প্রয়োজনীয় সামগ্রী যেমন, চাল, ডাল, আলু, তেল ইত্যাদি। খাদ্য সামগ্রী পেয়ে বেজায় খুশি ওই পরিবার গুলো। অন্যদিকে , রাস্তায় ভবঘুরেদের পাশে দাঁড়িয়েছে কেশপুর থানার সিভিক ভলান্টিয়াররা। তারা প্যাকেট করা খাদ্য সামগ্রী ভবঘুরেদের হাতে তুলে দিচ্ছেন। যাতে করে তারা অর্ধাহারে অনাহারে দিন না কাটায়। এই রকম উদ্যোগ এলাকায় প্রশংসা কুড়িয়েছি