|
---|
বাইজিদ মন্ডল , ডায়মন্ড হারবার:-* ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক ব্যানার্জি তার নিঃশব্দ বিপ্লবের অনুষ্ঠানের দিন ঘোষণা করেন এক নতুন কর্মসূচি ” এক ডাকে অভিষেক”। যার মাধ্যমে তিনি সাধারণ মানুষের সমস্যার ও সাংসদের মধ্যে দূরত্ব কমাতে,মানুষের সাথে নিবিড় যোগাযোগ গঠনের জন্য একটি নাম্বার 78877-78877 দেওয়া হয়েছে। ডায়মন্ড হারবার বিধান সভার মধ্যে সকল অঞ্চলের পাশাপাশি এদিন সরিষা অঞ্চলে ব্লক২ সভাপতি অরুমোয় গায়েন ও যুব নেতা শামীম আহমেদ মোল্লার নেতৃত্বে প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে সাধারন মানুষের কাছে তাদের সকল অভিযোগ শোনেন। তার পর সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের দেওয়া হেল্প লাইন নম্বর এবং আরো অন্যান্য কিছু সামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন ব্লক২ তৃনমূল কংগ্রেসের সভাপতি অরুমোয় গায়েন,সরিষা অঞ্চলের অবজারভার তথা যুব নেতা শামীম আহমেদ মোল্লা,কৃষাণ সেলের সভাপতি নীতিশ মোদক সহ অঞ্চলের আরও অন্যান্য সকল নেতৃত্ব রা। ব্লক২ সভাপতি অরুমোয় গায়েন বলেন,সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশে ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে সকল জায়গার এই এক ডাকে অভিষেক এই কর্মসূচি শুরু হয়ে গেছে। পাশাপাশি এদিন ডায়মন্ড হারবার ২নম্বর ব্লকের মধ্যে সরিষা অঞ্চলে প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে তাদের অনুমতি নিয়ে সাধারন মানুষের কাছে সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের দেওয়া হেল্প লাইন নম্বর পৌঁছে দেওয়া হচ্ছে। একটাই কারণ সাধারণ মানুষের সঙ্গে স্থানীয় লোকসভার সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক আরো মজবুত করতে। এবং সাধারণ মানুষের মধ্যে কোনো সমস্যার মধ্যে পড়লে, সমাধান করতে স্থানীয় কোনো দলীয় নেতা,নেত্রী কাছে এসে সমাধান করতে যদি কোনো অসুবিধা মনে হয়। তাই সাধারন মানুষ কোনো সমস্যায় পড়লে দ্রুত সমাধান পেতে এই কর্মসূচি বলে জানা যায়।