|
---|
নিজস্ব সংবাদদাতা:শিলিগুড়ি থেকে নেপাল প্রচুর মানুষ প্রতিনিয়ত যাতায়াত করে । বিশেষত ব্যবসার ক্ষেত্রে । দীর্ঘদিন ধরে এই বাসটির প্ৰত্যাশা করেছিল দুই দেশের মানুষ । অবশেষে বুধবার থেকে যাত্রা শুরু হল বাসের । আজ প্রদীপ প্রজ্জলনের পর ফিতে কেটে বাসের সূচনা করেন রাজের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম , দার্জিলিং জেলার জেলাশাসক এস পুনাম্বালাম , মহকুমা শাসক শ্রীনিবাস ভেনকেটরাও পাটিল , পুলিশ কমিশনার গৌরব শর্মা , উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় সহ অন্যান্যরা ।
বাসটি রয়েছে এনবিএসটিসির । তবে ওই বাসটির দায়িত্ব দেওয়া হয়েছে একটি বেসরকারি সংস্থাকে । তারা যৌথভাবে বাসটি পরিচালনা করবে । তেনজিং নোরগে বাস টার্মিনাসে একটি কাউন্টার দেওয়া হয়েছে ওই সংস্থাকে । যেখান থেকে যাত্রীরা টিকিট বুকিং করতে পারবে । টিকিটের দাম রাখা হয়েছে ১,৫০০ টাকা । সোম , বুধ ও শুক্র তিনদিন পরিসেবা দেবে এই বাস । মোট সিট রয়েছে ৪০টি । এই তিন দিনই দুপুর ৩ টে থেকে বাস ছাড়বে । আজ উদ্বোধন থাকায় দুপুর ১ টা থেকে বাস যাত্রা শুরু হয় ।
ফিরহাদ হাকিম জানান , এই বাস পরিসেবা শুরু হওয়ায় ব্যবসা সহ পর্যটনক্ষেত্রে উন্নয়ন হবে । তিনি আরও বলেন শিলিগুড়ি থেকে বাংলাদেশ পর্যন্ত ও বাস পরিসেবা চালু করার পরিকল্পনা রয়েছে।