পাহাড়ে চলছে গাড়ির সমস্যা, প্রায় তিনগুন ভাড়া চাইছেন গাড়ির চালকেরা

উত্তরবঙ্গ: পাহাড়ে চলছে গাড়ির সমস্যা।প্রায় তিনগুন ভাড়া চাইছেন গাড়ির চালকেরা।দার্জিলিং হোক কিংবা সিকিম সবজায়গাতেই আকাশছোয়া ভাড়া চাইছেন পর্যটকেরা।যা শুনে একেবারে মাথায় হাত পড়ে গেছে ট্রেন থেকে সদ্য নামা পর্যটকদের।আগে এন জেপী থেকে দার্জিলিং যেখানে পনেরশো থেকে দুহাজার নিতেন গাড়ির চালকেরা এখন সাতহাজার চাচ্ছেন তারা।সিকিমে গাড়ি চালকেরা চাইছেন পাচহাজার।কেন বাড়ানো হল ভাড়া?

    গাড়ির ড্রাইভারেরা জানিয়েছেন কিছু করবার নেই তাদের।রাসতায় টাকা দিতে হয় তাদের তাছারা পেট্রোল এবং ডিজেলের দামও অনেকটা বাধ্য করেছে তাদের জিনিসের দাম বাড়িয়ে দিতে।এত ভাড়া চাওয়ায় প্রচণ্ডভাবে মুষ্কিলে পড়ে গেছেন চলে আসা পর্যটকেরা।ফিরে গেলে তো লাভ হবে না তাই যাত্রা সঙ্কুচিত করে গাড়িতে উঠছেন তারা।এতে সমস্যায় পড়ে গেছেন পাহাড়ের হোটেল গুলিও।অনেকে কলকাতা থেকেই শুনে ফেলেছেন গাড়ির ভাড়া তাই পাহাড় ভ্রমন বাতিল করে দীঘা কিংবা মন্দারমনি যাচ্ছেন অনেকেই।গাড়ির দামের ভাড়া এতটা বাড়ায় সমস্যায় পড়ে গেছেন পাহাড়ের গাইডরাও,পর্যটকদের মধ্যে যাদের আর্থিক অবস্থা সাধারন তারা ইচ্ছে থাকলেও বাতিল করছেন পাহাড় ভ্রমন।গাড়ি ভাড়া যদি এত নেওতা হয় তবে আমাদের কাছে পাহাড় অধরাই থেকে যাবে জানালেন হাওড়া থেকে পাহাড়ে ঘুরতে আসা এক পর্যটক।