বাগডোগরা থেকে উদ্ধার চারটি সকেট বোমা

শিলিগুড়ি: গতকাল সন্ধ্যা নাগাদ গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশনাল গ্রুপ ও বাগডোগরা থানার পুলিশ অভিযান চালিয়ে বাগডোগরা এলাকা থেকে দুই ব্যক্তিকে আটক করে । ওই দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতে দুই ব্যক্তির হেফাজত থেকে বেরিয়ে আসে ৪টি সকেট বোমা । ১ বোতল তরল বিস্কোর ও ২ রাউন্ড কার্তুজ সহ একটি আগ্নেয়াস্ত্র।

    জানা গিয়েছে ধৃত দুই ব্যক্তির নাম শংকর অধিকারী ও অপু পাইক। উত্তর দিনাজপুর জেলার চোপড়ার বাসিন্দা। অনুমান করা হচ্ছে বড় কোন দুর্ঘটনা ঘটানোর ষড়যন্ত্র ছিল দুষ্কৃতীদের। আজ ধৃতদের রিমান্ডের আর্জি জানিয়ে আদালতে তুলবে বাগডোগরা থানার পুলিশ। জানা গিয়েছে রিমান্ড মঞ্জুর হলে , ধৃতদের রিমান্ডে নিয়ে এই এত ভারী পরিমাণ বিস্ফোরক তারা পেল কোথা থেকে এবং কোথায় পাচারের উদ্দেশ্যে তারা শহর শিলিগুড়িতে পৌঁছে ছিল , নাকি শহরের কোথাও বড় কোনো দুর্ঘটনা ঘটানোর ওত পেতে ছিল তারা এই সমস্ত বিষয়ে তদন্ত করে দেখবে পুলিশ ।পুলিশ ইতিমধ্যে কয়েকজনকে জেরা করতে শুরু করে দিয়েছে।