|
---|
উত্তরবঙ্গ: আজ এনজেপি স্টেশনে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের তরফ থেকে অ্যাথলেটিক্স -এর টিমকে সম্বর্ধনা জানানো হয়।
আগামী ১৫ এবং ১৬ তারিখ কলকাতায় বেঙ্গল অলিম্পিক সংস্থার অ্যাথলেটিক্স মিটে আসরাফ ও প্রমীলা অংশগ্রহণ করবে বলে খবর পাওয়া গেছে।শিলিগুড়ির একেবারেই দরিদ্র ঘরের ছেলে মেয়ে আসরাফ এবং প্রমীলা।দুজনেই প্রচণ্ড কষ্ট করে বড় হয়েছেন।দুজনেই ভোর থেকে শিলিগুড়ির রেলের মাঠে প্রাকটিস করে আসছে।শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের পক্ষ থেকে তাদের দুজনকে 25000 করে অর্থ সাহায্য করা হয়।