পথে চলাচলকারী তরুণ-যুবকরা খাচ্ছে কুকুরের কামড়

শিলিগুড়ি: পথে চলাচলকারী লোকজনকে বাছাই করে কামড়াচ্ছে কুকুর। অনেকেই পথে হেঁটে যাচ্ছেন, তবে প্রত্যেককে নয়। বিশেষ করে কুকুরের কামড় খাচ্ছে তরুণ-যুবকরা। মহিলারা অবশ্য এই তালিকাতে নেই, তবে দ্রুত গতিতে বাইক নিয়ে ছোটা তরুণ-যুবকদের সবচেয়ে বেশি আক্রমণ করছে ওই কুকুর, শিলিগুড়ি পৌর কর্পোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ডের সুকান্ত নগর কুন্ডু পুকুর মাঠের সামনে একটি পথ কুকুর বেশ কয়েকদিন ধরে পথ চলতি মানুষদের আক্রমণ করছে।

    শিলিগুড়ি শহরে প্রতিদিন পথ কুকুরদের সংখ্যা বেড়েই চলছে। আর এই কুকুরের আক্রমণে অতিষ্ঠ শহরবাসী। একই ভাবেই কয়েক দিন ধরে শিলিগুড়ির সুকান্ত নগর এলাকায় একটি পথ কুকুর কয়েক মাস আগে ৫টি সন্তান জন্ম দেন। তারপর থেকে সেই মা কুকুরটির পাশ দিয়ে কোন মানুষ দ্রুত গতিতে মোটরসাইকেল বা হাতে কোন ব্যাগ নিয়ে গেলে সে তাদের সন্তানদের রক্ষা করার জন্য ভয়ে কামড় দিয়ে দেয়।ওই এলাকায় মানুষেরা জানিয়েছেন বেশ কয়েক জন কে আক্রান্ত করেছে এই মা কুকুর টি।তারা আরো জানান যে এই কুকুরটি ৫টা সন্তান জন্ম দিয়েছে, তার মধ্যে একটি কুকুর মৃত্যু হয়েছে।এর পর থেকেই কোন মানুষ তার সামনে দিয়ে যাতায়াত করলে সে অনেক সময়ই পথে যাতায়াতকারীদের আক্রান্ত করে। এখন পর্যন্ত ৬থেকে ৭জন কে আক্রান্ত করেছে কুকুরটি।এই বিষয়ে ওই এলাকার কাউন্সিলর দুলাল দত্ত বলেন বেশ কয়েকদিন আগে ওই এলাকায় কিছু মানুষ তার কাছে জানিয়েছেন যে সুকান্ত নগর এলাকায় একটি মা কুকুর বেশ কয়েক জন কে আহত করেছে।তবে কুকুর টির ছোট ছোট সন্তান রয়েছে। কুকুরটিকে ওই এলাকার মানুষ জন খেতে দেয়। পথে চলাচলকারীদের ঐ কুকুরটি কামড়ালেও ওই এলাকার বাসিন্দা দের কাওকে এখনও আক্রান্ত করেনি বলেই জানান স্থানীয় কাউন্সিলর দুলাল দত্ত। তবে তিনি বলেন বিষয়টি তিনি গুরুত্ব সহকারে দেখবেন এবং স্বেচ্ছাসেবী সংস্থার সাথে যোগাযোগ করে কুকুরটির চিকিৎসা করা যায় নাকি অন্য ব্যাবস্থা করা যায়।