|
---|
শিলিগুড়ি: বড়োসড়ো নাশকতার হাত থেকে রক্ষা পেল শিলিগুড়ি। গতকাল গভীর রাতে বাগডোগরা এলাকা থেকে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর স্পেশাল অপারেশন গ্রুপ ও বাগডোগরা থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে বিস্ফোরক এবং অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করল। পানিঘাটা মোড় সংলগ্ন এলাকায় সন্দেহজনক দুই ব্যক্তিকে আটক করে ধৃতেদের তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি পিস্তল, দুটি কার্তুজ ও 4 টি বোমা ,এক বোতল তরল বিস্ফোরক উদ্ধার করে SOG ও পুলিশ।
রবিবার গভীর রাতে এই অভিযান চালিয়ে শিলিগুড়ি শহরে বড়োসড়ো নাশকতার রুখে সাফল্য পেলো বাগডোগরা থানা ও SOG। ধৃতরা উত্তর দিনাজপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে । ধৃতদের নাম শঙ্কর অধিকারী ও অপু পাইক ।কি কারণে তারা আগ্নেয়াস্ত্র এবং বোমা নিয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে আসছিল তার পুরো তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ। আজকে ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে ।আদালতে কাছে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুরোধ জানিয়েছে পুলিশ। এই দুষ্কৃতীদের পিছনে আরও কারা কারা যুক্ত রয়েছে তার তদন্ত শুরু করছে স্পেশাল অপারেশন গ্রুপের আধিকারিকরা বলে জানা গেছে।