|
---|
কালিয়াচক,মালদাঃ ছয় মাস ধরে বেতন বন্ধ মালদার কালিয়াচক ৩নম্বর ব্লকের অন্তর্গত ১৮ মাইল টোলপ্লাজার কর্মীদের। কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো লাভ না হওয়াইবৃহস্পতিবার তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্বে বকেয়া বেতন প্রদানের দাবি সহ মোট ১৪ দফা দাবি নিয়ে
মালদা জেলার আঠারো মাইল টোল অফিসের সামনে, থালা বাটি হাতে নিয়ে অবস্থান বিক্ষোভে বসল টোল কর্মীরা।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে টোল অফিসের গেট বন্ধ করে শ্রমিকরা থালা বাটি হাতে নিয়ে আন্দোলন শুরু করেন। এই অবস্থান-বিক্ষোবে নেতৃত্ব দেন আইএনটিটিইউসি কালিচক তিন নম্বর ব্লকের সভাপতি মোহাম্মদ সমাউন রেজা, সহযোগিতা করেন অল ইন্ডিয়া ফেডারেশনের সাধারণ সম্পাদক সুনীল সরকার সহ টোল কর্মীরা। মূল দাবি ছিল ছয় মাস ধরে তাদের কোনোরকম পারিশ্রমিক দেওয়া হচ্ছে না। নাই কোন পি এফ, নাই কোন মেডিকেল। এমত অবস্থায় শ্রমিকদের পরিবার নিয়ে চলাফেরা করা দায় হয়ে পরেছিল।
আইএনটিটিইউসি তাদের পাশে দাঁড়িয়ে আজ আন্দোলনে সামিল হন। কালিয়াচক 3 নম্বর ব্লকের আইএনটিটিইউসি নেতা সমাউন রেজা জানান, আজকের আন্দোলনের শ্রমিকদের দাবি পূরণ যদি না হয় তাহলে আগামীতে বৃহত্তর আন্দোলনে যাব আমরা শ্রমিকদের সঙ্গে নিয়ে। এদিকে অল ইন্ডিয়া ফেডারেশনের সাধারণ সম্পাদক সুনীল সরকার জানান, দীর্ঘদিন ধরে তালবাহানা করছে কোম্পানি শ্রমিকদের বেতন না দিয়ে। মাসের-পর-মাস সময় দিয়ে যাচ্ছে, কোন রকম কাজ হচ্ছে না।