|
---|
নিজস্ব সংবাদদাতা শিলিগুড়ি : আজ রাখি বন্ধন উৎসব, তবে আইএমটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে রাখি উৎসব পালন করতে আসেন,এসে টানলেন বঙ্গভঙ্গকে, তোপ দাগলেন মোদী সরকারকে।
রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে বাংলায় শুরু হয়েছিল সম্প্রীতির রাখী বন্ধন উৎসব। সেই রীতি আজও প্রচলিত বাংলায়। বুধবার শিলিগুড়ির বিভিন্ন স্থানে ঘটা করে পালন করা হল এই উৎসব। উল্লেখ্য বিগত কয়েকদিন আগে সম্পন্ন হয়েছে রাজ্য পঞ্চায়েত নির্বাচন। এবারে আগামীতে রয়েছে বিধানসভা নির্বাচন। তাকে হাতিয়ার করে এদিন শিলিগুড়ির অন্তর্গত নিউ জলপাইগুড়িতে তৃণমূলের শ্রমিক সংগঠনের অফিসে পালন করা হল ভ্রাতৃত্বের রাখি বন্ধন উৎসব। উপস্থিত ছিলেন আইএলটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এছাড়া ছিলেন আইএনটিটিইউসির দার্জিলিং জেলা সমতলের সভাপতি নির্জল দে, সুজয় নন্দী সহ আরও অনেকেই। একে অপরকে রাখি পড়িয়ে আজ এই শুভ দিনটি পালন করা হয়। তবে এই উৎসবের মাঝেও ছড়িয়ে পড়ে রাজনীতির রঙ। রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আওয়াজ তুললেন বঙ্গভঙ্গের বিরুদ্ধে। তিনি জানান, সেই সময় বঙ্গভঙ্গের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ। পালিত হয়েছিল রাখি বন্ধন উৎসব।
একইসাথে কেন্দ্র সরকারকে শানিয়ে বলেন, সেই সময় বঙ্গভঙ্গ হয়েছিল। আর আজকের দিনে ধর্ম-বর্ন-জাতের ভিত্তিতে দেশকে ভাগ করতে চাইছে মোদী সরকার। তাদের এজেন্ডা মানুষকে ভাগ করা।