যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে সরকারিভাবে রাখি বন্ধন উৎসব

সেখ সামসুদ্দিন : ৩০ আগস্টঃ পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা রাজ্যব্যাপী রাখি বন্ধন উৎসব এর মাধ্যমে সংস্কৃতি দিবস উদযাপন চলছে। পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে মেমারি পৌরসভার সহযোগিতায় মেমারি বামুনপাড়া মোড় ও চকদিঘী মোড়ে রাখি বন্ধন উৎসব পালন করা হয়। একইভাবে মেমারি ১ ব্লক প্রশাসন এবং মেমারি ১ পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে গন্তার ২ গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুর বাজারে রাখি বন্ধন উৎসব পালন করা হয়। মেমারি পৌরসভার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ কাউন্সিলরবৃন্দ। ব্লকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাঁসদা, মেমারি ১ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ড. আলী মোহাম্মদ ওয়ালী উল্লাহ, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বসন্ত রুইদাস, মেমারি ১ নং ব্লক যুব আধিকারিক, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য নিত্যানন্দ ব্যানার্জী সহ মেমারি ১ পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যাবৃন্দ, দশটি পঞ্চায়েতের প্রধান উপপ্রধানবৃন্দ এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যগণ সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ‍্য প্রদানের পর বিভিন্ন ধর্মের মানুষের হাতে রাখি পরিয়ে এই অনুষ্ঠানের সূচনা করা হয় এবং চারটি ক্লাবকে ফুটবল তুলে দেয়া হয়। এবং পথ চলতি মানুষকে রাখি পরিয়ে মিষ্টিমুখ করানো হয় ও লোকশিশ্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।