|
---|
নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার শিলিগুড়ি চম্পাসারি কলাবাড়ি এলাকায় একটি বেসরকারি স্কুলে ছাত্রদের জন্য ক্রিকেট একাডেমির উদ্বোধন হল । ভারতীয় ক্রিকেট দলের খেলোয়ার ঋদ্ধিমান সাহা এবং তার কোচ জয়ন্ত ভৌমিকের হাত ধরে এই ক্রিকেট আকাডেমির উদ্বোধন হয় । ঋদ্ধিমান সাহা কে দেখার জন্য স্কুলের ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মত । আগামী দিনে স্কুলের ক্রিকেট একাডেমি থেকে যাতে বেঙ্গল লেভেলের আন্ডার ১৪ এবং আন্ডার ১৬ এর খোলোয়ার উঠে আসে সেই ভাবনাতেই এই উদ্যোগ ।
ঋদ্ধিমান সাহা জানান , আমিও স্কুল লেভেল থেকে ক্রিকেট খেলে উঠে এসেছি । শহরের বিভিন্ন স্কুলে ক্রিকেটকে নিয়ে ভাবনা চিন্তা শুরু হওয়াতে পড়ুয়ারা আরও ভালো করে খেলাটা শেখার জন্য সুযোগ পাবে । উত্তরের প্রতিভারা ফুটে উঠবে ।শিলিগুড়ি তথা উত্তরবঙ্গ জুড়ে প্রচুর প্রতিভা আছে যাদের ঠিকমত খেলানো যাচ্ছে না,কিংবা নানান সমস্যার কারনে তারা মাঠে আসতে পারছে না।আমার একাডেমী তাদের মাঠের পরিবেশ চেনাতে সাহায্য করবে।সেই উদ্দেশ্য নিয়েই আমি এই একাডেমী খুলছি,জানালেন ঋদ্বিমান সাহা। উত্তরবঙ্গের ক্রিকেট আইকন।