|
---|
উত্তরবঙ্গ: ডুয়ার্সের বেস্ট অফ বেস্ট টুরিস্ট স্পট লাটাগুড়ি। লাটাগুড়ির মূল আকর্ষণ হাতি সাফারি, প্রচুর পর্যটক এখানে হাতি সাফারির জন্য প্রতিবছর বেড়াতে আসেন। তার সঙ্গে সঙ্গে রয়েছে ঘন জঙ্গল, বিভিন্ন পাখির আওয়াজ, সুন্দর সুন্দর থাকার কটেজ আরো অনেক কিছু। এক কথায় বলতে হয় পরিপূর্ণ প্যাকেজ।
শিলিগুড়ি থেকে অনায়াসে গাড়ি রিজার্ভ করে লাটাগুড়ি তে যাওয়া যায়। তাছাড়া সেবক পর্যন্ত ট্রেন সফর করে সেখান থেকে গাড়ি ভাড়া করে চলে যাওয়া যাবে লাটাগুরি।
এই উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্রের আরো একটি বৈশিষ্ট্য হলো বিখ্যাত আদিবাসী নৃত্য, যিনি একবার আদিবাসী নৃত্য দেখবেন সারা জীবন তার মনে থাকবে।