|
---|
নিজস্ব সংবাদদাতা: ঝুলন এবং চলতি সময়ে এই ঝুলন পূর্ণিমাকে ঘিরেই মধ্য বয়স্কদের মধ্যে রয়েছে হাজারো স্মৃতি । ঝুলন বানানো থেকে শুরু করে তাকে সাজিয়ে তোলা । তবে বর্তমান প্রজন্মের মধ্যে ঝুলন কি সে সম্পর্কে তেমন ধারণা নেই । কিছু জানার বা ঝুলন তৈরি করার কোনো রকম উৎসাহ ও লক্ষ্য করা যায় না । এই ইন্টারনেটের দুনিয়ায় যেন হারিয়ে গেছে ছোটো বেলার সেই আনন্দ ।
তাই সেই পুরোনো দিন গুলোকে নতুন করে ফিরিয়ে আনার এক ছোট্ট চেষ্টা শিলিগুড়ির কলেজপাড়ার বাসিন্দা উজ্জ্বল বিশ্বাসের । ঝুলন যাত্রা উপলক্ষ্যে উজ্জ্বল বাবু প্রায় দেড় মাস ধরে নিজের বাড়িতেই বড়ো ও সুন্দর করে ঝুলন তৈরি করেছেন । এদিন উজ্জ্বল বাবু জানান , মোবাইল ও অনলাইন গেম নিয়েই ব্যস্ত এখনের প্রজন্ম । তাদের মধ্যে ঝুলন নিয়ে কোনো রকম উৎসাহ লক্ষ্য করা যায় না । তাই তিনি নিজের বাড়িতেই ঝুলন তৈরি করেছেন এবং বাচ্চাদের সেই ঝুলন দেখতে আসার জন্য অনুরোধ করেছেন । তার চেষ্টা বাচ্চারা যেন তার তৈরি ঝুলন দেখতে আসে । তাদের মধ্যেও ঝুলন বিষয়টা কি সে বিষয়ে জানার পাশাপাশি সেটা তৈরী করবার আগ্রহও বেড়ে যাবে।