‘এক দেশ, এক নির্বাচন’ নিয়ে মুখ খুললেন রাজীব কুমার

দেবজিৎ মুখার্জি: এবার ‘এক দেশ, এক নির্বাচন’ নিয়ে মুখ খুললেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। তিনি বললেন, “আইনে যা আছে তাই হবে। সংবিধান এবং জনপ্রতিনিধি আইন মেনেই আমরা কাজ করবো। নির্বাচন কমিশনের কাজ শুধু সময়ের আগে ভোট প্রক্রিয়া সম্পন্ন করা।” অন্যদিকে এই বিষয়ে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাত করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।