বিদ্যাসাগর বিদ্যাপীঠ উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রাক্তনী পুনর্মিলন উৎসব

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : বিদ্যাসাগর বিদ্যাপীঠ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাক্তনীদের পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হলো বিদ্যালয়ের সভাগৃহে। প্রাক্তনী সংগঠনে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পতাকা উত্তোলন করেন প্রাক্তনীর সহ সভানেত্রী গৌরী প্রতিহার। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি আব্দুল ওয়াহেদ, সহকারী প্রধান শিক্ষিকা সুতপা বসু,রয়াল অ্যাকাডেমির অধ্যক্ষ সত্যব্রত দলুই,শুভানুধ্যায়ী অরুণ প্রতিহার, নাট্যব্যক্তিত্ব জয়ন্ত চক্রবর্তী, প্রাক্তনী তথা পুরসভার কাউন্সিলর,বাচিক শিল্পী অংশুমান দাশগুপ্ত, শিক্ষক সুদীপ খাঁড়া এবং বিদ্যালয়ের শিক্ষিকাবৃন্দ ও অন্যান্য বিশিষ্টজনেরা। সম্পাদকীয় প্রতিবেদনের মাধ্যমে প্রাক্তনী দের উদ্দেশ্য, আগামী দিনের কর্মসূচি তুলে ধরেন, প্রাক্তনীর সম্পাদিকা মোম চক্রবর্তী। তিনি বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে প্রাক্তনীরা পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও প্রাক্তনীর সভানেত্রী স্বাতী বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষিকাদের সহযোগিতায় প্রাক্তনীর পুনর্গঠন সম্ভব হয়েছে। অতিথিরা তাঁদের বক্তব্যে প্রাক্তনীর সার্বিক সাফল্য কামনা করেন।বিশিষ্ট শিক্ষক সুদীপ খাঁড়া তার বক্তব্যে জেলা ও রাজ্যস্তরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা সহ অন্যান্য ক্ষেত্রে স্কুলের সাফ্যলের দিকটি তুলে ধরেন। পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন শতাব্দী গোস্বামী চক্রবর্তী ও তমালি চক্রবর্তী। উল্লেখ্য বিদ্যালয়ে প্রাক্তন ছাত্রী ও প্রাক্তন শিক্ষিকাদের নিয়ে এই প্রাক্তনী গঠিত হয়েছে।