|
---|
নিজস্ব প্রতিবেদক:
সংকল্প ফাউন্ডেশনের উদ্যোগ পালিত হলো মহাশ্বেতা দেবীর জন্ম বার্ষিকী। কেক কেটে ও মাল্যদানের মধ্য দিয়ে সম্মান জানানো হয়। উপস্থিত ছিলেন প্রধান পৃষ্টপোষক গোপাল সাহা, কার্যকরী সভাপতি পিন্টু সাউ,সহ সভাপতি মন্টু সাউ,ইন্দদীপ সিনহা, সদস্যা নীলাঞ্জনা সাউ, মুনমুন ঘোষ, প্রতিমা রানা, সহ সভাপতি ইন্দ্রদীপ সিনহা, সাংস্কৃতিক উপদেষ্টা রত্না দে, আব্হায়ক নরোত্তম দে, ডিরেক্টর ডঃ শান্তনু পাণ্ডা ও সম্পাদিকা পারমিতা সাউ। অতিথি অরুনিমা সাউ, প্রিয়াঙ্কা রানা।