উল্টোডাঙ্গা উড়ালপুলে ফাটল

নিজস্ব সংবাদদাতা: উল্টোডাঙা উড়ালপুলে ফাটল ধরায় চিন্তিত মহানগরীর আমজনতা। ২০১০ সালে এই উল্টোডাঙার উড়ালপুল তৈরি হয়। এরপর ২০১১ সালে মাঝামাঝি উড়ালপুলের একাংশ ভেঙে পড়ে। দীর্ঘদিন বন্ধ থাকে উল্টোডাঙা উড়ালপুল।

    এরপর আবার ২০২১ এর নভেম্বর মাসে রক্ষণাবেক্ষণের জন্য বেশ কিছুদিন যানবাহন চলাচল বন্ধ রাখা হয় উল্টোডাঙ্গা উড়ালপুলে। উড়ালপুলের নিচে চারটি নতুন পিলার বসানো হয় মজবুত করবার জন্য। সেই পিলার গুলির মধ্যে কয়েকটি পিলারে ফাটল ধরেছে বলে জানা গিয়েছে।