ভারতীয় জনতা যুব মোর্চার সদস্য সংগ্রহ অভিযান কে ঘিরে ধুন্ধুমার

নতুন গতি নিউজ ডেস্ক, মালদা ২৩ জুলাই। ভারতীয় জনতা যুব মোর্চার সদস্য সংগ্রহ অভিযান কে ঘিরে ধুন্ধুমার পুরাতন মালদার গৌড় কলেজ চত্বর। মঙ্গলবার যুব মোর্চার ওই কর্মসূচিতে বাধাদানের অভিযোগ ওঠে কলেজের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের বিরুদ্ধে ।যুব মোর্চার তরফে অভিযোগ জানানো হয়, এদিন সদস্য সংগ্রহ অভিযান চলার সময়ে হঠাৎ করেই তৃণমূল ছাত্র পরিষদের বেশকিছু সদস্য তাদের ওপর চড়াও হন। তাদের তাঁবু ভেঙে ফেলার পাশাপাশি চেয়ার, টেবিলও ভাঙচুর করা হয়। এমনকি লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয় যুব মোর্চার সদস্যদের ওপর। হামলায় পুরাতন মালদার যুব মোর্চা নগর মন্ডল সভাপতি সনৎ দাস সমেত আহত হন তিনজন মোর্চা সদস্য। তাদের মৌল পুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। গোটা ঘটনাটি জানিয়ে মালদা থানায় তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে যুব মোর্চা। এদিকে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদের গৌড় কলেজ ইউনিট ।তৃণমূল ছাত্র পরিষদের তরফে পাল্টা অভিযোগ করে জানানো হয়, কলেজ ছাত্র ছাত্রীদের জোর করে সদস্য পদ গ্রহণে বাধ্য করছিল যুব মোর্চা। তার প্রতিবাদ করাতেই যুব মোর্চার সদস্যরা তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের মারধর করে ।গোটা ঘটনাটি কলেজ চত্বরের বাইরে হওয়ায় বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাতে চায়নি গৌড় কলেজ কর্তৃপক্ষ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।