উত্তর বঙ্গের অন্যান্য জেলার সাথে মালদা জেলাতেও সকাল থেকে শুরু হয় অবিরাম বৃষ্টি।

নতুন গতি নিউজ ডেস্ক,২৪ জুলাই। উত্তর বঙ্গের অন্যান্য জেলার সাথে মালদা জেলাতেও সকাল থেকে শুরু হয় অবিরাম বৃষ্টি। বৃষ্টির ফলে নদী নালায় জল ভরতে শুরু হয়। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আগামী কয়েকদিন উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার সকাল থেকে শুরু হয় বৃষ্টি। এর ফলে স্কুলে যেতে পারেনি বহু ছাত্র-ছাত্রী। কাজের তাগিদে কিছু মানুষকে দেখা যায় ছাতা মাথায় রাস্তায় বেরোতে। মালদা শহরের বিভিন্ন দুই নম্বর কলোনী ↓উওর কৃষ্ণপল্লী↓ রথবাড়ি ↓ এলাকাতে এই বৃষ্টির ফলে জল বন্দি হয়ে পড়ে। নদীতে জেলেদেরও তেমন দেখা মেলেনি। মালদা শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া মহানন্দা নদীর জলও থৈ থৈ। অফিস কাছারিতে লোকের আনাগোনাও ছিল কম। তবে বৃষ্টির ফলে বিভিন্ন পাখি ও গবাদি পশুরাও সমস্যায় পড়ে। মাঠে ঘাটে জল হয়ে যাওয়ার কারণে তাদের বিচরণে ক্ষেত্রে অসুবিধা দেখা দেয়। তবে সকাল থেকে বৃষ্টির কারণে সূর্যের দেখাও মেলেনি সারাদিন। মহানন্দার তীরবর্তী অসংরক্ষিত এলাকার বাসিন্দারাও বাড়ি ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে শুরু করেছে। কারণ গত কয়েকদিনে মহানন্দা নদীর জল স্তর অনেকটাই বেড়ে গিয়েছে।