|
---|
সংবাদদাতা : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর বঙ্গধ্বনি যাত্রার জেলায় চলছে। তৃণমূল কংগ্রেসের দুয়ারে দুয়ারে সরকারের কাজ এখনো চলছে। আজ বঙ্গধ্বনি যাত্রা শুরু হয় কেন্না পঞ্চায়েত থেকে চকদিঘী মোড় পর্যন্ত। এই বিশাল পদযাত্রা উপস্থিত মেমারি বিধায়ক নার্গিস বেগম, প্ৰাক্তন বিধায়ক ডঃ আবুল হাসেম মন্ডল মহাশয়, মেমারি ১ ব্লক সভাপতি মধূসুধন ভট্টাচার্য্য, মেমারি টাউন সভাপতি অচিন্ত্য চ্যাটার্জি, প্রশাসক স্বপন বিষয়ী, টাউন সহসভাপতি আসিস ঘোষ ,পঞ্চায়েত সমিতি সভাপতি বসন্ত রুইদাস, সহসভাপতি হিল্লাল ও আরো অনেকে। এলাকার বহু মানুষ এই বঙ্গধ্বনি যাত্রায় সামিল হন।