শীতের আমেজ গায়ে মেখেই বর্ষবরণের সুযোগ পেতে চলেছেন রাজ্যবাসী

নতুন গতি, ওয়েব ডেস্ক :  বছর শেষে দাপটে ব্যাটিং করছে শীত। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কম। বেশ কিছু জেলায় শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। কিছু জেলায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস নীচে নেমেছে।

     

    আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বছরের শেষ কটা দিন জাঁকিয়ে ঠান্ডা উপভোগ করতে পারবেন রাজ্যবাসী। উত্তরভারত জুড়েও তীব্র শীতের দাপট। হিমাচলপ্রদেশের সিমলায় তুষারপাতের কারণে সব রাস্তা বন্ধ

     

    গতকাল ছিল মরসুমের শীতলতম দিন। কলকাতায় আরও নেমে যায় পারদ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। রাজ্যজুড়ে জাঁকিয়ে পড়েছে শীতের আমেজ। বীরভূম, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমান, এই তিন জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী কয়েকদিন এমনই থাকবে আবহাওয়া। ফলে শীতের আমেজ গায়ে মেখেই বর্ষবরণের সুযোগ পেতে চলেছেন রাজ্যবাসী।

     

    শনিবারও ছিল রীতিমত ঠান্ডা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দেয়, আগামী কয়েকদিন এখন এমনই আবহাওয়া থাকবে।

     

    বড়দিনের সকালে জাঁকিয়ে পড়ে শীতের আমেজ। ১ ডিগ্রি নেমে যায় পারদ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, এবার শীতের আমেজ গায়ে মেখেই বর্ষবরণের সুযোগ পেতে চলেছেন রাজ্যবাসী।