|
---|
উজির আলি,নতুনগতি, চাঁচল: ৩০ মার্চ
সারা বিশ্বকে প্রভাবিত করেছে করোনা ভাইরাস। ভারতেও এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বহূ। আর এই রোগের আক্রান্তেই ভারতে মৃত্যূ সংখ্যা দাড়িয়েছে ২০ জন। তবে এই ভাইরাস প্রতিরোধ করতে ভারত সরকার ২১ দিনের জন্য লকডাউনের ঘোষনা করেছেন। তবে ঘোষনাতে দুস্থ পরিবার গুলির চিন্তার ভাঁজ পড়েছে।
দিন আনে নুন খায় খেঁটে খাওয়া পরিবার গুলির অনটন শুরু হয়েছে প্রায়। তাই দুস্থ ক্ষুধার্থদের কথা মাথায় রেখে এক অভিনব উদ্যোগ নিল মালদা জেলার চাঁচল টিচার্স ট্রেনিং কলেজ। কলেজ কর্তৃপক্ষ চাঁচল ১০০০ দুস্থ পরিবারগুলিকে চিহ্নিত করে তাদের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার ত্রান কর্মসৃচী গ্রহন করা হয়েছে বলে জানা গেছে। সোমবার দিন চাঁচল সদর এলাকার রানিকামাত গ্রাম থেকে খাদ্য সামগ্রী বিলির সূচনা করে কলেজ কর্তৃপক্ষ।
এদিন পরিবার গুলিকে খাদ্য সামগ্রী হিসেবে চাল,ডাল,আলুও ও একটি সাবান দেওয়া হয়েছে বলে খবর। টোটোতে করে খাদ্য সামগ্রী নিয়ে গ্রামে পৌছাচ্ছেন কলেজের শিক্ষকরাও। এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে গোটা চাঁচল বাসী। টিচার্স ট্রেনিং কলেজের সিক্রেটারি আসফাক আলম ওরফে রাজু জানান, চাঁচল এলাকার কলিগ্রাম,নুরগঞ্জ,রামনগর,পাহারপুর,সাহেবগঞ্জ কনুয়া,রানিকামাত বিভিন্ন গ্রামে গিয়ে খাদ্য সামগ্রী দেওয়া হবে বলে জানিয়েছ।
তবে প্রত্যেক টোটোতে করে এই বিতরন প্রক্রিয়া জারি থাকবে বলে জানায়। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। লকডাউনের সময়সূচী বাড়লে আবারও এই খাদ্য সামগ্রীর ব্যবস্থার নিবে কলেজ বলে জানিয়েছে এদিন।