আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হলো

সংবাদদাতা: সম্প্রীতি একাডেমির আয়োজনে ৯ই আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হলো। এই উপলক্ষ্যে একটি মনোজ্ঞ আলোচনা সভা এবং পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় সম্প্রীতি একাডেমির মিলনবীথিস্থিত প্রেক্ষাগৃহে। অনুষ্ঠানে ‘সাঁওতাল বিদ্রোহ: ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম’ শীর্ষক আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক গণেশ হেমব্রম, অধ্যাপক আব্দুর রহিম গাজী, শিবনাথ হাঁসদা এবং রিয়া মন্ডল। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সুরঞ্জন মিদদের নবতম বই ‘প্রান্তজনের সাহিত্যচর্চা’ প্রকাশিত হয়। এরপর রঘুনাথ মুরমু পুরস্কার তুলে দেওয়া হয় কার্তিক চন্দ্র বাআদার হাতে, আহমদ শরীফ সম্মান দেওয়া হয় দেবাশিস শেঠ-এর হাতে, পি.ও.বোডিং সম্মান দেওয়া হয় সুস্নাত জানা মহাশয়কে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুমনপাল ভিক্ষু মহাশয়।