|
---|
লুতুব আলি,বর্ধমান : ২৮জুন,বর্ধমানে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ঘিরে উন্মাদনা। বর্ধমানের স্বেচ্ছাসেবী সংস্থা মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সংগঠনের কার্যালয়ে ২৮ জুন বিনা ব্যয়ে চক্ষু ছানি পরীক্ষা শিবির ও অপারেশন অনুষ্ঠিত হল। এই শিবিরের উদ্বোধন করেন বর্ধমান ও জলপাইগুড়ি ক্রেতা সুরক্ষা আদালতের প্রাক্তন বিচারক তথা মানবাধিকার কর্মী কাজী মোহাম্মদ রফিক। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন সংগঠনের জেলা সভাপতি শেখ পিন্টু। এই শিবিরে সহযোগিতা করে নেতাজি সুভাষচন্দ্র বসু স্মৃতিবিজড়িত পুরুলিয়ার রামচন্দ্রপুরের নেতাজি আই হাসপাতাল। এদিন দুই শতাধিক রোগীদের চক্ষু ছানি পরীক্ষা করা হয়। সংগঠনটি পক্ষ থেকে দাবি করা হয় সমাজসেবামূলক কাজ করে বর্ধমানের বুকে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। জানা গেছে, নেতাজি আই হাসপাতালের সহ-সম্পাদক হিমাদ্রি ভূষণ সামন্ত নেপথ্য থেকে উদ্যোগ নেওয়াই এই শিবির টি করতে সক্ষম হয়েছে। নেতাজি আই হাসপাতালে বিশিষ্ট চক্ষু চিকিৎসক শেখ সাইফুল্লা ও ক্যাম্প কো-অর্ডিনেটর রাজেশ চৌধুরী এদিন রোগীদের পরীক্ষা করেন। এই শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস, দলের সাধারণ সম্পাদক আব্দুর রব, বিশিষ্ট সাংবাদিক জগন্নাথ ভৌমিক, স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান সহযোদ্ধার সম্পাদক প্রীতিলতা ব্যানার্জি, বর্ধমান চ্যানেল এসোসিয়েশনের সভাপতি স্বপন মুখার্জি, কাজী মইনুদ্দিন, বিশিষ্ট সমাজসেবী সোমনাথ ভট্টাচার্য, লেখক সুনির্মল মুখার্জি প্রমুখ। অনুষ্ঠানের সকলকে অভিবাদন জ্ঞাপন করেন সংগঠনের বর্ধমান ২নং ব্লক সভাপতি শেখ শামীন, সম্পাদক শেখ জাহির আব্বাস, সংগঠনের আই টি সেলের মানিক রায়, সংগঠনের বীরভূম জেলা থেকেও নেতৃত্ব অংশগ্রহণ করেন। এই শিবির কে ঘিরে এদিন উন্মাদনা লক্ষ্য করা যায়। সমাজের বিভিন্ন স্তর থেকে গুণী মানুষজনেরা অনুষ্ঠানে উপস্থিত হন। এদিনের শিবির থেকে ৩০ জন রোগীকে পুরুলিয়ার নেতাজি আই হাসপাতালে বিনা ব্যয়ে নিয়ে গিয়ে চক্ষু অপারেশন ও বিনামূল্যে লেন্স দেওয়া হবে বলে জানানো হয়েছে। বস্তুতপক্ষে এদিন শিবির টি এক উৎসবমুখর সন্ধিক্ষণের আবহ তৈরি করে।