|
---|
নিজস্ব প্রতিবেদক, বাঁকুড়া: জমিতে চাষ করলেও তাদের নাম নথিভুক্ত না হওয়ায় সরকারি বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত। চুক্তিভিত্তিক চাষ করা এমন অনথীভূক্ত ভাগচাষীর সংখ্যা ব্যাপক।এইরকম প্রকৃত উৎপাদনকারীদের “কৃষক বন্ধু” সহ সমস্ত সরকারি প্রকল্পে অন্তর্ভুক্ত করা, সরকারি দরে ধান কেনা ও ভর্তুকিতে কৃষি উপকরণ সরবরাহ । উপরিউক্ত দাবির পরিপ্রেক্ষিতে সিপিআই (এম এল) লিবারেশন, কৃষি ও গ্রামীণ মজুর সমিতি এবং কিষাণ মহাসভার পক্ষ থেকে বাঁকুড়া জেলা কৃষি দপ্তরে ডেপুটেশন প্রদান করা হয় সোমবার।বাঁকুড়া জেলা পরিষদ অডিটোরিয়াম হলের সামনে থেকে প্রায় দুই শতাধিক অনথীভূক্ত চাষী ও ক্ষেতমজুরদের মিছিল কৃষি দপ্তরে গিয়ে জেলা উপ কৃষি অধিকর্তার কাছে স্মারকলিপি জমা দেন। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে ১০০ দিনের কাজ চালুর ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য সরকারের টালবাহানা বন্ধ করা, ১০০ দিনের কাজকর্ম কৃষিকাজের সঙ্গে যুক্ত করে গ্রামে গ্রামে কাজ চালু করার দাবি ও তুলে ধরা হয়।
আজকের ডেপুটেশন প্রদান কর্মসূচিতে নেতৃত্ব দেন সিপিআই (এম এল) লিবারেশনের জেলা সম্পাদক বাবলু ব্যানার্জি, কিষাণ মহাসভার রাজ্য সম্পাদক জয়তু দেশমুখ, বৈদ্যনাথ চিনা, কৃষি ও গ্রামীণ মজুর সমিতির পক্ষে রবিদাস মুর্মু, রামনিবাস বাসকে, আদিবাসী অধিকার ও বিকাশ মঞ্চের পক্ষে সুধীর মুর্মু প্রমূখ নেতৃত্ব।