মেমারি শহর তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ সভা

সেখ সামসুদ্দিন, ৪ নভেম্বর : রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে একশো দিনের বকেয়া কাজের টাকা আদায়ের দাবিতে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন দিল্লির বুকে ২-৩ অক্টোবর ধরনায় বসে ছিলেন এবং ৫ তারিখ রাজভবনের সামনে ধরনায় বসেছিলেন সেই ব্যাপারে সবিস্তারে মানুষকে অবগত করার জন্য আজ মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন ঘোষালের নেতৃত্বে সকালে মেমারি পুরাতন সবজি বাজারে ও বিকালে চকদিঘি মোড়ে পথসভা করা হয়। এই পথসভায় কেন্দ্রীয় বিজেপি সরকার পশ্চিমবঙ্গ সরকারকে হাতে না মেরে ভাতে মারার যে পরিকল্পনা করে ১০০ দিনের কাজের দু’বছরের বকেয়া টাকা বন্ধ করে দিয়েছেন। সে বিষয়ে সবিস্তারে বলতে গিয়ে স্বপন ঘোষাল বলেন, কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন দপ্তর ২০২২-২৩ অর্থবর্ষে বাতিল হওয়া পশ্চিমবঙ্গের ২১ লক্ষ ৭৫ হাজার ৮০০টি জব কার্ডকে ভুয়া জব কার্ড বলে টাকা আত্মসাৎএর অভিযোগ তুলেছেন উত্তরপ্রদেশের সরকার ওই একই অপরাধে ২০২২ -২০২৩ অর্থবর্ষে উত্তর প্রদেশে ৪৪ লক্ষ ৭৫ হাজার ৬৩৬ টি জব কার্ড বাতিল হয়েছে! তাহলে পশ্চিমবঙ্গে তৃণমূল পরিচালিত সরকার যদি ১০০ দিনের কাজের টাকা আত্মসাৎ করে থাকে তাহলে উত্তরপ্রদেশের বিজেপি পরিচালিত যোগী আদিত্যনাথের সরকার পশ্চিমবঙ্গ থেকে দ্বিগুণ জব কার্ড বাতিল করে দ্বিগুণ টাকা আত্মসাৎ করেছে এবং সেই একই অপরাধে যদি পশ্চিমবঙ্গের পাঁচ হাজার কোটি টাকা ১০০ দিনের কাজের আটকে দেয়া হয় তাহলে উত্তর প্রদেশের ১০০ দিনের কাজের কেন টাকা আটকে দেয়া হয়নি, এ বিষয়ে মেমারির মানুষকে সচেতন হতে হবে এবং বকেয়া টাকা আদায়ের দাবিতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ১৬ তারিখে নজরুল মঞ্চে যে সভার আহ্বান করেছেন সেই সভা থেকে যে নির্দেশ দেবেন, আন্দোলনের রূপরেখা তৈরি করবেন তাতে সামিল হওয়ার জন্য আপামর জনসাধারণকে আহ্বান জানানো হয়। আগামী ১০ই নভেম্বর পর্যন্ত মেমারি শহরের প্রতিটি ওয়ার্ডে এই প্রতিবাদ সভা চলবে । উপস্থিত ছিলেন শহর সভাপতির সঙ্গে কমলেশ মন্ডল, অরুণ মন্ডল, জগন্নাথ ধোলে, বিটুল দাস, সেখ সোভান সহ সকল ওয়ার্ডের ও শাখা সংগঠনের সভাপতিবৃন্দ।