|
---|
নিউজ ডেস্ক : সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করল মহারাষ্ট্র শিবসেনা আস্থাভোটে মাথাগুনিতিতে তারা ১৬৫ ভোট পেয়েছে। এই আস্থা ভোটে ওয়াক আউট করল বিজেপির বিধায়করা। তার আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এই ভোটে প্রোটেম স্পিকারকে বদল করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন। প্রোটেম স্পিকার দিলীপ ওয়ালসে পাতিল এ বিষয়ে সুপ্রিম কোর্টের আদেশ শুনিয়ে তাঁর আপত্তি খারিজ করে দেন। এরপর আস্থা ভোট পেশ করেন কংগ্রেসের অশোক চহ্বন। তাঁকে সমর্থন করেন এনসিপির নবাব মালিক। তারপর আস্থা ভোটের সপক্ষে বিধায়কদের মাথা গুনতি শুরু হতেই বিজেপির সদস্যরা বাইরে বেরিয়ে যান। তারা জানান, এনিয়ে রাজ্যপালের কাছে দরবার করবে তারা। প্রোটেম স্পিকার জানান, ভোট হবে খোলা ব্যালটে। ঠিক হয়েছিল, শনিবার আস্থা ভোটের পরই আগামী কাল মন্ত্রিসভার সম্প্রসারণ হবে। আপাতত তা পিছিয়ে দেওয়া হয়েছে। স্পিকার নির্বাচন। নেতারা জানাচ্ছেন, এখনও দফতর নিয়ে আলোচনা চলছে। ঐকমত্য হলেই মন্ত্রিসভা সম্প্রসারিত হবে শিবসেনা এনসিপি কংগ্রেস সূত্রে খবর।