বিনামূল্যে চিকিৎসা শিবির বীরভূমের রাজনগরে।

সেখ রিয়াজ উদ্দিন, বীরভূম : আজ ১৪ ই জুলাই বীরভূমের রাজনগর ব্লকের গৌরিবাগান শিশু শিক্ষা কেন্দ্রে আয়োজিত হয় বিনামূল্যে চিকিৎসা শিবির। বর্ধমান জেলার দুর্গাপুর সনকা হাসপাতালের আর্থিক সহায়তায় এবং রাজনগর গ্রাম সহায় কেন্দ্রের ব‍্যবস্থাপনায় বর্ষার শুরুতে এলাকার সাধারণ মানুষের জন্য আয়োজিত হলো এই স্বাস্থ্য শিবির। এই শিবিরে চিকিৎসক হিসেবে হাজির ছিলেন ডাক্তার প্রত‍্যুষ মৈত্র।সনকা সংস্থার আধিকারিক সুমন্ত মুখার্জি, গ্রাম সহায় কেন্দ্রের পক্ষে সম্পাদক প্রভাত দত্ত, শিক্ষক তথা সাংবাদিক উত্তম কুমার মন্ডল প্রমুখ। প্রায় শতাধিক বিভিন্ন বয়সী শিশু-মহিলা-পুরুষ রোগীর সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করা হয় আজ এই শিবিরে। এ বিষয়ে রাজনগর গ্রাম সহায় কেন্দ্রের সম্পাদক প্রভাত দত্ত এক সাক্ষাৎকারে জানান, গ্রামের মানুষদের স্বাস্থ্য সচেতন করা থেকে রোগ নির্ণয় পর্যন্ত যাবতীয় পরামর্শ আজকের এই শিবির থেকে দেওয়া হলো। গ্রামের অবহেলিত মানুষেরা সুস্থ থাক, এটাই আমাদের উদ্দেশ্য। উদ্যোক্তা তথা স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী স্বপন বাগ্দী,কর্ন দাস, আব্দুল মিঞা, অনিমেষ চক্রবর্তীদের ভূমিকা ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। স্থানীয় গ্রামবাসীরা ও হাতের কাছে এই শিবিরে যোগ দিতে পেরে যেমন আনন্দিত তেমনি আবার অনূরূপ চিকিৎসা শিবির করার ও অনুরোধ জানান।