|
---|
নিজস্ব সংবাদদাতা : এভারেস্টজয়ী মলয় মুখোপাধ্যায়ের তৈরি এক সংগ্রহশালা। এই সংগ্রহশালার ভিতরে ঢুকলে মনে হবে, যেন আপনি পৌঁছে গেছেন সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেস্টের পাদদেশে। এভারেস্ট অভিযান পর্বতারোহীদের কাছে স্বপ্নের জায়গা! সেই স্বপ্নের জায়গাকে তুলে ধরেছেন তার সংগ্রহশালায়। এই সংগ্রহশালায় রয়েছে, এভারেস্ট অভিযানে ব্যবহৃত একাধিক সরঞ্জাম। এমনকি একাধিক বিখ্যাত পর্বত আরোহীর ব্যবহৃত জিনিসপত্র দিয়ে তৈরি হয়েছে এক অনবদ্য সংগ্রহশালা। সংগ্রহশালাটি নিজে হাতে ফুটিয়ে তুলেছেন মলয় মুখোপাধ্যায় যিনি হাওড়ার এভারেস্ট জয়ী।
পর্বত আরোহী মলয় মুখোপাধ্যায়ের মুকুটে রয়েছে একাধিক অভিযানের রেকর্ড। এভারেস্ট ছাড়াও ভারত নেপাল সহ একাধিক দেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ জয় এর মুকুট। মলয় বাবু তার সংগ্রহশালায় রেখেছেন, এভারেস্ট অভিযানে গিয়ে দুর্ঘটনার কবলে পর্বতারোহীর ফেলা রাখা বহু পুরানো ক্যামেরা। পর্বতের বুকে ঘটে যাওয়া হেলিকপ্টার দুর্ঘটনা, সেই দুর্ঘটনার হেলিকপ্টারের অংশ সংরক্ষণ করে রাখা রয়েছে তার সংগ্রহশালায়। ভারতবর্ষের বাইরে থেকে সংগ্রহ করা কিছু অমূল্য জিনিস। সেই সঙ্গে এই সংগ্রহশালায় জায়গা করে নিয়েছে বিশ্ব বিখ্যাত আর্জেন্টিনীয় ফুটবলার দিয়গো মারাদনার বাড়ি থেকে সংগ্রহ করা কিছু জিনিস। এছাড়াও রয়েছে এভারেস্ট জয় ব্যবহৃত বিভিন্ন রকম সরঞ্জাম। এভারেস্ট জয়ী দের ব্যবহৃত জিনিস। সুসজ্জিত করে রেখেছেন তাঁর সংগ্রহশালায়।মলাই বাবু জানান, তার এই সংগ্রহশালায় প্রবেশ করলে অনুভূতি হবে এভারেস্টের পাদদেশে গড়ে ওঠা বেস ক্যাম্প। ছাত্র-ছাত্রী থেকে উদীয়মান পর্বতারোহীরা আসেন এখানে, ঠিক যেন প্রাথমিকভাবে এভারেস্টের সঙ্গে পরিচয় ঘটাতে। তিনি জানান এই ছোট্ট সংগ্রহশালা আগামী দিনে আরও সমৃদ্ধ হবে।মলাই বাবু জানান, তার এই সংগ্রহশালায় প্রবেশ করলে অনুভূতি হবে এভারেস্টের পাদদেশে গড়ে ওঠা বেস ক্যাম্প। ছাত্র-ছাত্রী থেকে উদীয়মান পর্বতারোহীরা আসেন এখানে, ঠিক যেন প্রাথমিকভাবে এভারেস্টের সঙ্গে পরিচয় ঘটাতে। তিনি জানান এই ছোট্ট সংগ্রহশালা আগামী দিনে আরও সমৃদ্ধ হবে।