রাজ্য গ্রামীণ চিকিৎসকদের ব্লক সম্মেলন অনুষ্ঠিত জলপাইগুড়ি সদর ব্লকের জয়ন্তি ভবনে

জলপাইগুড়ি: রাজ্য গ্রামীণ চিকিৎসকদের ব্লক সম্মেলন অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি সদর ব্লকের জয়ন্তি ভবনে। শনিবার পতাকা উত্তোলন এবং ডাক্তার নর্মান বেথুনের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। জলপাইগুড়ির বিভিন্ন ব্লক থেকে আগত গ্রামীণ চিকিৎসকরা এদিন এই সম্মেলনে অংশগ্রহণ করেন। এছাড়াও এদিন এই কর্মসূচিতে জেলা এবং রাজ্য স্তরের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।

    রাজ্য গ্রামীণ চিকিৎসকদের জলপাইগুড়ি জেলা সভাপতি নারায়ণ রায় বলেন পাঁচ বছর পর পর এই সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে। তিনি আরো বলেন এই সম্মেলনের মধ্য দিয়ে প্রত্যেকেই আমরা জেনে বুঝে কাজ করা এবং সঠিকভাবে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার বিষয়ে আলোচনা করা হয় । গ্রামীণ চিকিৎসকদের সদর ব্লক প্রেসিডেন্ট প্রহ্লাদ রায় বলেন পাঁচ বছর পর পর আমাদের নতুন কমিটি গঠন করা হয় যাকে বলে এজিএম সভা।

    সেই এজিএম সভা আজ অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি সদর ব্লকের জয়ন্তি ভবনে। উপস্থিত ছিলেন প্রদীপ কর্মকার, অমল কুমার মল্লিক ,নারায়ন সরকার,, বাসুদেব চক্রবর্তী ,মৃদুল গুহ প্রহ্লাদ রায়, নারায়ণ রায় সহ অন্যান্যরা।