নির্বাচনকে সামনে রেখে জেলার সিপিএম নেতাদের সঙ্গে বৈঠক সূর্যকান্ত মিশ্রর

শিলিগুড়ি: নির্বাচনকে সামনে রেখে শনিবার শিলিগুড়ির সিপিআইএমের দলীয় কার্যালয়ে অনিল বিশ্বাস ভবনে জেলার সিপিএম নেতাদের সঙ্গে বৈঠক করলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র । বৈঠকে উপস্থিত ছিলেন সিপিআইএমের দার্জিলিং জেলা সম্পাদক জীবেশ সরকার , আহ্বায়ক অশোক ভট্টাচার্য সহ জেলা সিপিআইএম নেতৃত্ব ।

    এদিন বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে সূর্যকান্ত মিশ্র বলেন , শিলিগুড়ি পুরনিগম ও মহকুমা পরিষদ নির্বাচনে কাকে মুখ করে নির্বাচনে লড়াই করবে স্থির করবে জেলা কমিটি গুলি । তবে শিলিগুড়িতে বামেদের একমাত্র একক ভাবে লড়ার ক্ষমতা রয়েছে । অন্যদিকে তিনি বলেন এবারের নির্বাচনে যুবদের আলাদাকরে গুরুত্ব দেওয়া হচ্ছে,যাতে তারা আগামীদিনে দলের জন্য শক্ত হাতিয়ার হয়ে উঠতে পারে।এদিন সূর্যকান্ত মিশ্র এও জানান সিপিএমের এখন লক্ষ শিলিগুড়িতে অতীতের ফলাফলকে আটকে ধরে রাখা যেটা তাদা ভবিষ্যতে কাজে লেগে যেতে পারে।তিনি আরো বলেন সিপিএম চায় শিলিগুড়ির মানুষ ভালোভাবে পরিসেবা পাক।তারা তাই সেভাবে নিজেদের তৈরি করে রেখেছে।তৃনমুল কংগ্রেস এবং বিজেপীর অত্যাচারকে রুখতে সিপিএম এবার নতুনভাবে লড়াই শুরু করতে চলেছে বলে জানান সূর্যকান্ত মিশ্র।