|
---|
দেবজিৎ মুখার্জি: হিংসা বিধ্বস্ত মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। বৈঠকের শুরুতে তিনি জানালেন, ধীরে ধীরে মণিপুরে শান্তি ফিরছে। গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মণিপুর নিয়ে ওয়াকিবহাল রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও।
জানা গিয়েছে, আগামী ২৯ আগস্ট ফের শুরু হবে মণিপুরের বিধানসভা অধিবেশন। তার ঠিক আগেই মণিপুরের মুখ্যমন্ত্রীকে ডেকে পাঠিয়েছেন অমিত শাহ।