খারিজ হয়ে গেল অনুব্রত মণ্ডলের মামলার বেঞ্চ বদলের আরজি

দেবজিৎ মুখার্জি: খারিজ হয়ে গেল অনুব্রত মণ্ডলের মামলার বেঞ্চ বদলের আরজি। রাউস অ্যাভিনিউ আদালতের প্রধান জেলা ও দায়রা বিচারক অঞ্জু বাজাজ চাঁদনার কাছে বীরভূমের তৃণমূল কংগ্রেস সভাপতির আইনজীবীদের দাবি ছিল, বিচারক রঘুবীর সিং পক্ষপাতদুষ্ট আচরণ করছেন।

     

    শুনানিতে ১৫টি এমন ঘটনার উল্লেখ করা হয়, যেখানে বিচারক লিখিত রায়ে এমন কিছু উল্লেখ করেছেন, যা সওয়ালের সময় তিনি বলেননি। আবার এমন কিছু রায় দিয়েছেন, অন্যদের ক্ষেত্রে যার অন্যথা হয়েছে। আগস্টের প্রথম দিন শুনানির পর রায় সংরক্ষিত রাখে আদালত। এদিন আদালত বিস্তারিত পর্যবেক্ষণ না দিলেও জানিয়েছে খারিজ করে দেওয়া হল তাঁর আবেদন।