|
---|
নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, মেদিনীপুর:
আবারও কেশপুরের বিজেপি নেতা কর্মীরা সদলবলে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। রবিবার মেদিনীপুর জেলা পরিষদের ফেডারেশন হলে মেদিনীপুর তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অজিত মাইতির হাত ধরে কেশপুরের ১১নং অঞ্চলের বিজেপি নেতা কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করে। তাঁরা বলেন, বাংলা বিরোধী বিজেপির নোংরা রাজনীতির বিরুদ্ধে ও আগামী বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে, বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে আজ আমরা বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম।
উপস্থিত ছিলেন কেশপুরের বিধায়ক শ্রীমতী শিউলী সাহা , কেশপুর তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠি, মেদিনীপুর জিলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, চিত্ত গড়াই প্রমুখ নেতৃত্ববৃন্দ।