|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: “দুয়ারে দুয়ারে সরকার ক্যাম্প” রাজ্য জুড়ে চলছে দুয়ারে দুয়ারে সরকারের ক্যাম্প এই ক্যাম্পে সাধারণ মানুষকে আর অফিসে গিয়ে দরজার কড়া নাড়তে হচ্ছে না। হচ্ছেনা কোন লাইন দিতে। রাজ্যের প্রতিটি জেলার সমষ্টি উন্নয়ন আধিকারিক এর উপস্থিতিতে শুরু হয়েছে এই তোমাদের দরকার ক্যাম্প এ ক্যাম্পের মধ্যে রয়েছে স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী,কৃষকবন্ধু ,শিক্ষাশ্রী ,মানবিক কন্যাশ্রী, কাষ্ট সার্টিফিকেট, ঐক্যশ্রী, জয় জোহার, তপশিলি বন্ধু, আদিবাসী বাধ্যক্য ভাতা, রুপশ্রী। এসমস্ত প্রকল্প গুলি যাতে মানুষ সহজেই উপভোগ করতে পারে তার জন্য চলে এসেছেন সমষ্টি উন্নয়ন আধিকারিকের কর্মীরা। এছাড়াও ভূমি দপ্তর থেকে ও গ্রাম পঞ্চায়েত থেকে কর্মীরা ছিলেন মানুষের পরিষেবা নিয়ে। এই বিশেষ ক্যাম্প বীরভূম জেলা রামপুরহাট ১ নং সমষ্টি উন্নয়ন আধিকারিকের নয়টি গ্রাম পঞ্চায়েতেই শুরু হয়েছে, বিভিন্ন দিনে চলছে এই বিশেষ ক্যাম্প।
এদিন রামপুরহাট ১নং ব্লকের কাষ্ঠগড়া গ্রাম পঞ্চায়ে প্রায় ২০০থেকে ২৫০জন লোক এই সুবিধটি পেয়েছেন। এছাড়াও আজকে যারা এই সুবিধাটি পেতে কাগজ ঠিকঠাক দিতে পারেননি তাদের জন্য আরও তিনটি দিন ধার্য করা হয়েছে। এছাড়াও রয়েছিল এই ক্যাম্পে স্বনির্ভর গোষ্ঠীর নিজের হাতে তৈরি মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, খুব স্বল্প মূল্যে বিক্রয় করে বুঝাতে চেয়েছেন মহিলাদেরকে তারাও ক্ষুদ্র শিল্পের মাধ্যমে নিজের সংসার চালাতে পারবেন। এছাড়াও বীরভূম জেলার রাঙ্গামাটির লোকগীতি দল লোকগীতির মাধ্যমে মানুষকে সচেতন মূলক বার্তা দিতে চেয়েছেন। এ ক্যাম্পে উপস্থিত ছিলেন রামপুরহাট ১নং ব্লকের বিডিও দীপান্বিতা বর্মন মহাশয়া,কাষ্ঠগড়া গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ লক্ষ্মী নারায়ণ রায় মহাশয়। রামপুরহাট ১ নম্বর ব্লকের মৎস্য ও প্রাণিসম্পদ কর্মদাক্ষ সঞ্জয় দত্ত মহাশয়,এছাড়াও আরো অনেকে।