ব্যান্ডেল গালর্স মিশনের নবতম সংযোজন ইংলিশ মিডিয়াম স্কুল উদ্বোধন মন্ত্রী বেচারাম মান্না

আজাহার উদ্দিন : হুগলির ব্যান্ডেল গালর্স মিশন সংখ্যালঘু আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানের নবতম সংযোজন হল ইংলিশ মিডিয়াম স্কুলের।নতুন ভবনের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ও বিধায়ক আব্দুল গনি, স্থানীয় বিধায়ক অসিত মজুমদার,কলকাতা হাইকোর্টের ইন্টারপিটার রফিকুল ইসলাম,আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড,আমজাদ হোসেন,ব্যান্ডেল গালর্স মিশনের সম্পাদক মুসলিম মন্ডল, স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি ও প্রশাসনিক আধিকারিক ছাড়াও সমাজের বিশিষ্টজনেরা হাজির ছিলেন।উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দদের ব্যান্ডেল গালর্স মিশনের ছাত্রীরা উওরীয় পুস্পস্তবক দিয়ে বরন করেন। মন্ত্রী বেচারাম মান্না মিশনের পরিবেশ পরিকাঠামো দেখে সন্তোষ প্রকাশ করেন ও রাজ্য সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার উন্নয়নের সর্বদাই আন্তরিক।ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আব্দুল গনি বলেন মিশনারী শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার ফলে সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেমেয়েদের শিক্ষার হার অনেকটাই বৃদ্ধি পেয়েছ।স্থানীয় বিধায়ক অসিত মজুমদার বলেন আমি এই মিশনের পাশে সবসময়ই থাকব আমি এই মিশনের উন্নয়নমূলক কাজের জন্য পাশে থাকার আশ্বাস দেন।উল্লেখ ব্যান্ডেল গালর্স মিশনে উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়াশোনার ব্যবস্থাও আছে আবাসিক হিসাবে হোস্টেলের সুযোগ সুবিধা আছে রাজ্যের বিভিন্ন জেলার ছাত্রীরা পড়াশোনার করে।এর পাশাপাশি নবতম সংযোজন হল নার্শারী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনার হবে বলে জানান মিশনের সম্পাদক মহ মুসলিম মন্ডল। বাংলা মিডিয়াম মিশনের পাশাপাশি ইংলিশ মিডিয়াম স্কুলের চালু হওয়ার ফলে সমাজের বিশিষ্টজনেরা মিশন কর্তৃপক্ষের এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানান ।সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট সমাজসেবী মহ:নুরুজ্জামান লাল্টু।